রান উৎসবের ম্যাচে রেকর্ড গড়া জয় অস্ট্রেলিয়ার
মোহালির উইকেটে বোলারদের যেন কিছুই করার ছিল না! ব্যাটিংয়ের স্বর্গরাজ্যে রোববার দেখে মিলেছে রান উৎসবের। যেখানে ভারতের পাহাত সমান স্কোর টপকে অস্ট্রেলিয়া তুলে নিয়েছে দুর্দান্ত এক জয়। নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় লক্ষ্য টপকে হাসিমুখে মাঠ ছেড়েছে অজিরা।